UHSC_2018 - Sohel Ahammed (2)
UHSC_2018 - Sohel Ahammed (2)
UHSC_2018 - Sohel Ahammed (2)
UHSC_2018 - Sohel Ahammed (2)
UHSC_2018 - Sohel Ahammed (2)
previous arrow
next arrow

হালিমা খাতু্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাগতম

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রথমত জুনিয়র মাদ্রাসা হিসাবে ১৯২৩ সালে প্রতিষ্ঠা হয়। বাকেরগঞ্জের চরামদ্দির অধিবাসী জমিদার মৃত ইসমাইল খান চৌধুরী বগুড়া রোডের পেস্কার বাড়ী এলাকায় একটি সুরক্ষিত বাড়ীতে নারী শিক্ষার উন্নয়নে বালিকা জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ঐ মাদ্রাসার ছাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়। পরে ঐ মাদ্রাসাটি জনগণের দাবির মুখে চৌধুরী সাহেবের নিজ বাসভনে স্থানান্তর করা হয়। ১৯২৮ সালে চৌধুরী সাহেবের নিকট আত্নীয় (তার স্ত্রী’র ভাই) স্যার কে.জি.এম ফারুকী তৎকালীন ভূমি ও রাজস্ব মন্ত্রী তার বাড়ীতে এই মাদ্রাসা দেখে তাৎক্ষনিক জেলা ম্যাজিষ্ট্রেট এবং ক্যালেকটরকে ডেকে আলাদা জায়গায় স্থানান্তর করে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। তখন পলিটেকনিক কলেজ এলাকা ৭৪ ডেসিন্যাল জায়গা (বর্তমান) পেলে মাদ্রাসাটি স্থানান্তর করা হয়। বর্তমানে এর জমির পরিমাণ ১.৪৯ একর।

নোটিশ বোর্ড

ড্রেস কোড

Dress Code

(Female)

Class : ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত

  1. মুশর কালার ফ্রোগ ( সাদা দুইটি পাইপেন )
  2. সাদা সেলোয়ার
  3. সাদা স্কার্ফ
  4. সাদা হিজাব
  5. সাদা মুজা
  6. সাদা জুতা

Class : ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত

  1. মুশর কালার কামিজ
  2. সাদা সেলোয়ার
  3. সাদা স্কার্ফ
  4. সাদা ওড়না
  5. সাদা হিজাব
  6. সাদা মুজা
  7. সাদা জুতা