All Academic Activities

রসায়ন ব্যবহারিক কক্ষ

  • ১. পূর্বে রসায়ন ল্যাবে কোন রাসায়নিক দ্রব্য ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিলো না। কোনো ব্যবহারিক ক্লাস ও হয় নাই। তাই নতুন করে সেখানে সকল রাসয়নিক দ্রব্য ও সামগ্রী ক্রয় করে সেখানে সুন্দর করে শিক্ষকবৃন্দ ল্যাব পরিচালনা করছে। স্কুলের মেয়েরা আনন্দসহকারে নিজের হাতেই ব্যবহারিক ক্লাস করছে যার ফলে তারা নিজেরাই শিক্ষার উন্নতি ঘটাতে পারবে। বিভিন্ন তাপমাত্রার পদার্থের ব্যাপন হার পরীক্ষন
  • ২. NACE ও FeSO4 এর কেলাস গঠন
  • ৩. মোলার দ্রবন প্রস্তুতি
  • ৪. তুতেঁর মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমান প্রমান
  • ৫. কার্বনেট যৌগের (লবনের) সাথে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরিক্ষা
  • ৬. ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ার উৎপন্ন গ্যাস শনাক্ত করন

ডায়নামিক সফটার ভিত্তিক ওয়েবসাইট

  • ১. হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিগতদিনে কোন ওয়েবসাইট ছিল না। বর্তমান সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ও কমিটির সদস্যগণ এবং শিক্ষকগণদের অবদানে একটি ডায়নামিক সফটার ভিত্তিক ওয়েবসাইট তৈরি করা হয়। সেখানে স্কুলের সকল তথ্যাদি সহজভাবে ছাত্রীদের অভিভাবকগণ বাসায় বসে দেখতে পারবেন।
  • ২. স্কুলের সকল আপডেট নোটিশ
  • ৩. পরীক্ষার ফলাফল
  • ৪. ছাত্রীদের ছবিসহ তথ্যাদি
  • ৫. ক্লাস ভিত্তিক সেলেবাস
  • ৬. ক্লাস রুটিন
  • ৭. পরীক্ষার রুটিন
  • ৮. ড্রেসকোট
  • ৯. ক্লাস ভিত্তিক বইর লিস্ট
  • ১০. সকল শিক্ষকদের তালিকা
  • ১১. গভর্নিংবডি কমিটিদের তালিকা

কম্পিউটার ল্যাবে ক্লাস চলছে

  • ১. হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিগতদিনে কম্পিউটার ল্যাবের কার্যক্রম তেমন চালু ছিলনা। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে বাংলাদেশ সরকার কর্তৃক দুইটি কম্পিউটার ল্যাব দেওয়া হয় একটি শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও আরেকটি আইএলসি কম্পিউটার ল্যাব। সেই কম্পিউটার ল্যাবে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দের সাথে কম্পিউটার প্রশিক্ষণ ও আইসিটি ক্লাস গ্রহন করতে পারছে যা একমাত্র বর্তমান সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ও কমিটির সদস্যগণ এবং শিক্ষকগণদের অবদানে শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাবেই কম্পিউটার ও আইসিটি ক্লাস করতে পারছে।

পরিক্ষার খাতার নিরাপদে রাখার জন্য র‌্যাক তৈরি করা হয়েছে এবং পুরুষ ও মহিলা শিক্ষক মিলনায়তনে সংস্কার

  • ১. পরিক্ষার খাতা নিরাপদে রাখার জন্য পুরুষ ও মহিলা শিক্ষক কক্ষে তিন টি লোহার সু-সজ্জিত র‌্যাক স্থাপন করা হয়েছে। এবং পুরুষ ও মহিলা শিক্ষক মিলনায়াতনে সংস্কারমূলক কাজ করা হয়েছে পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা
  • ২. আলমীরা
  • ৩. পানির ফিল্টার (আগে সাধারণ পানি পান করত)
  • ৪. এবং মহিলা শিক্ষক মিলনায়তনে ওয়াশরুমে হাই কমড ও ওয়াশরুম ছাদ দিয়ে প্রসস্ত করা হয়েছে।

ছাত্রীদের কমন রুম

  • ১. হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রথম ছাত্রীদের কমন রুম ৩১/০৮/২০২৩ইং তারিখ রোজ সোমবার শুভ উদ্বোধন করেন জনাব মোস্তাফিজুর রহমান (ফয়সাল) উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস এম ফখরুজ্জামান অন্যান্য শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং ছাত্রীগণ ও ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের কমন রুম উদ্বোধন করা হয়। উদ্বোধনের শেষে দোয়া মোনাজাত দিয়ে উদ্বোধনের কার্যক্রম সমাপ্তি হয়। ছাত্রীদের কমন রুমে
  • ২. দাবা
  • ৩. লুডু
  • ৪. কেরাম
  • ৫. মনোবালি
  • ৬. পাজেল
  • ৭. দরি লাফ
  • ৮. এবং অন্যান্য খেলার সামগ্রী
  • ৯. বিঃদ্রঃ অচিরেই ছাত্রীদের জন্য টেবিল টেনিস কোর্ট বসানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিজিটাল বোর্ড

  • ১. স্কুলের ছাত্রীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিভাবকগণ সহজেই জানতে পারে সে জন্য একটি ডিজিটাল বোর্ড এর ব্যবস্থা করেন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ও কমিটির সদস্যগণ এবং শিক্ষকগণদের সাথে নিয়ে।

বিদ্যালয়ের ম্যাপ

  • ১. হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচিতির জন্য একটি ম্যাপ তৈরি করা হয়। যার মাধ্যমে সকল অভিভাবকগণ সহজেই জানতে পারবে শাখা অনুযায়ী কোন ক্লাস কোন পাশে অবস্থিত আছে। এবং সকল অফিস রুমের বর্ণনা দেওয়া আছে ম্যাপের মধ্যে।

শিক্ষকদের নামের তালিকার বোর্ড

  • ১. হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের পদবী
  • ২. শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বরসহ বোর্ডে দেওয়া আছে।

শিক্ষকদের ও অফিস স্টাফদের কার্যবলী

  • ১. হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অফিস স্টাফদের কার্যাবলী একনজরে বোর্ডে তালিকা ভুক্ত করা হয়েছে। স্কুলের ওয়েব সাইট ও ফেইসবুক পেইজ সংযুক্ত করা আছে।

ডিজিটাল হাজিরা ও বায়োমেট্টিক মেশিন স্থাপন

  • ১. শিক্ষক ও কর্মচারী এবং ছাত্রীদের জন্য ডিজিটাল হাজিরা মেশিন এর ব্যবস্থা করা হয়েছে যাতে সকল শিক্ষক ও কর্মচারী এবং ছাত্রীদের উপস্থিতি শতভাগ নিশ্চয়ন করার লক্ষ্যে ডিজিটাল হাজিরা স্থাপন করা হয়।

পদার্থ বিজ্ঞান ব্যবহারিক কক্ষ

  • ১. পূর্বে পদার্থ ল্যাবে কোন দ্রব্য ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিলো না। কোনো ব্যবহারিক ক্লাস ও হয় নাই। তাই নতুন করে সেখানে সকল দ্রব্য ও সামগ্রী ক্রয় করে সেখানে সুন্দর করে শিক্ষকবৃন্দ ল্যাব পরিচালনা করছে। স্কুলের মেয়েরা আনন্দসহকারে নিজের হাতেই ব্যবহারিক ক্লাস করছে যার ফলে তারা নিজেরাই শিক্ষার উন্নতি ঘটাতে পারবে।
  • ২. অ্যামিটার
  • ৩. ভোল্টমিটার
  • ৪. রিওষ্টেড
  • ৫. গ্রিং নিক্তি
  • ৬. থার্মোমিটার
  • ৭. মেজারিং টেপ
  • ৮. সমতল দর্পন
  • ৯. উত্তল দর্পন
  • ১০. কাচ ফলক
  • ১১. উত্তল লেন্স
  • ১২. অবতল লেন্স
  • ১৩. অবতল দর্পন
  • ১৪. স্লাইড ক্যালিপার্স
  • ১৫. স্ক্র-গজ
  • ১৬. স্টপ ওয়াচ
  • ১৭. মিটার স্কেল
  • ১৮. ওজন পরিমাপক যন্ত্র
  • ১৯. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আয়তকার বস্তুর আয়তন নির্ণয়
  • ২০. শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা
  • ২১. ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুত নির্ণয় করা
  • ২২. কঠিন বস্তুর ঘনত্ত বের করা