আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

বিদ্যালয় পরিচিতিঃ হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল। আমাদের বিদ্যালয়ে ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের পাঠদান করানো হয়। আমাদের বিদ্যালয়ে ২ টি কম্পিউটার ল্যাব, কমন রুম, লাইব্রেরী, বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের সাইন্স ল্যাবে প্রাক্টিক্যাল ক্লাস করানো হয়। বিদ্যালয়ে ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য ২টি ফিল্টার এর ব্যবস্থা আছে এবং ক্যান্টিনের সু-ব্যবস্থা আছে। ছাত্রীদের নীরাপত্তার জন্য ২ টি গেট আছে এবং অভিভাবকদরে জন্য বসার জন্য ব্যবস্থা ও তাদের জন্য আলাদা করে ওয়াশরুমের ব্যবস্থা আছে। ঠিকানাঃ গোড়াচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল সদর, বরিশাল। যোগাযোগঃ স্কুল কোড -1770, EIIN-১০০৭৪৪ Email: halimakhathungirlshighschool@yahoo.com মোবাইলঃ - 01715010825 ফোনঃ - 02478865754

সাম্প্রতিক বিজ্ঞপ্তি